করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ঈদের ফিরতি পথেও মানুষের ঢল নামলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৫ মে) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।


বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, ফিরে আসার যাত্রায় বাধভাঙা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমতাবস্থায় জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পরবর্তী চলাচলের সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানাচ্ছি।

 

👁️ 13 News Views