মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা রেলওয়ের ২ তদন্ত কমিটি

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয় ঢাকা সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস দুর্ঘটনার ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিভাগীয় ও জোনাল পর্যায়ে পৃথক দু’টি কমিটি গঠন করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানান। তিনি জানান, পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (যান্ত্রিক) মাইনুল ইসলামকে প্রধান করে বিভাগীয় পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আর রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের জোনাল কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বলেন, গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।


বিজ্ঞাপন
👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *