নিজস্ব প্রতিনিধি : খালিয়াজুরী ( নেত্রকোনা) থানার মামলা নং ৭(৫)২০২১ধারা ৩০২/৩৪ দন্ডবিধি এর এজাহার নামীয় ৩ ও ৪ নং আসামী মোঃ মনোয়ার হোসেন (২৫) পিতা- রইচ উদ্দিন ও আসামী আবুল বাশার (৩৪) পিতা-মৃত মজিদ মুন্সি,সাং-গোবিন্দশ্রী, থানা-মদন জেলা নেত্রকোনা দ্বয়দের বৃহস্পতিবার ১৭ জুন, ভোর ৬ টা ১৫ মিনিটে মোহনগঞ্জ থানাধীন পৌরসভার মাইলোড়া এলাকা থেকে মামলার আইও এসআই ইমদাদুল বাশার সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তার করে সিআইডি কার্যালয়ে নিয়ে আসে। ধৃত আসামীদ্বয়কে ডিসিষ্ট আবু চাঁন (৭০) কে গলা কেটে হত্যা করে হাওরে ফেলে রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

👁️ 11 News Views
