দুদকের মামলায় আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর এর মামলা নং ০১ তারিখ:০৬/০২/২০২১ খ্রি. সংশ্লেষে আজ ২৫/০৩/২০২১ খ্রি তারিখে সকাল ১১.০০ ঘটিকায় দিনাজপুর পৌর এলাকা থেকে একজন আসামীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর এর উপপরিচালক জনাব আবু হেনা আশিকুর রহমান।


বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনা আশিকুর রহমান দিনাজপুর জেলার সাবেক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার বর্তমানে নিরীক্ষা হিসাব রক্ষণ অফিসার (সদর দপ্তর সংযুক্ত), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন , সেগুন বাগিচা , ঢাকা জানাব মো: সাইফুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে। এ বছরের ফেব্রুয়ারি মাসে দুদকের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আসামীগণ এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ক্যাশ সরকার এর নামে সিনিয়র স্টাফ নাস পদে ভুয়া এমপ্লয়ি আইডি তৈরি করে জেলার একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর জোগসাজসে সরকারি কোষাগারের টাকা আত্মসাৎ করেছেন। মামলার অভিযোগে বলা হয় আসামীগণ অসৎ উদ্দেশ্যে পরস্পরের সহায়তায় প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে গত ০৩/০২/২০১৯ তারিখ হইতে গত ৩১/০১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে জাল ভাউচার প্রস্তুত করে সরকারের সর্বমোট ১,১৯,৬৯,৪২৮/-(দুই কোটি উনিশ লক্ষ উনসত্তর হাজার চারশত আঠাশ) টাকা আত্মসাৎপূর্বক দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/১০৯/৪৭১/৩৪/৪৭৭(ক) তৎসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।