নিজস্ব প্রতিবেদক : রেলওয়ের ১ লক্ষ ২০ হাজার টাকা মুল্যের ৯৩৮ টি টিকেট চুরি করে বিক্রী ও টাকা আত্মসাতে রেল কর্মচারীর ১৫ দিনের জেল। একজন অস্থায়ী কর্মচারী হয়েও মাসের পর মাস টিকেট চুরি করে পাবনার কাশিনাথপুর ষ্টেশনের টিকেট বিক্রী করে আসছেন উনি। বিভাগীয় কমার্শিয়াল অফিসার মো নাসির উদ্দিন এর দ্রুত পদক্ষেপে জালিয়াতির তথ্য প্রমাণিত হয়। আজ DRM মহোদয় এবং অন্যান্য প্রকৌশলী বৃন্দের উপস্থিতিতে মোবাইল কোর্ট বসিয়ে দন্ডবিধি আইনে তাকে জেল দন্ড প্রদান করা হয়। আরও যেসব রেল কর্মচারীদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহনের উদ্যোগ নিয়েছে।

👁️ 9 News Views
