করোনার মহামারিতে কেউ লাশ নিয়ে কান্নায় ভেঙে পড়েছ?

অন্যান্য

মো. নাসির উদ্দিন শিকদার : কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,কিছু স্মৃতি নীরবে কেঁদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়।


বিজ্ঞাপন

আমি যখন করোনায় আক্রাত হয়ে হাসপাতালে বেডে মৃতুর সাথে পান্জা লড়ছি আর আমার আসেপাশে মৃত ব্যক্তির স্বজনরা কান্নায়ভেঙে পরেছে ।

আমি যখন হাসপাতালে সে মুহুতে শুনতে পাই পথম আলো পএিকার সাব- এডিটর আবুল কালাম বিপ্লব আমার ভাগ্নে মারা গিয়েছে ।

এমনি দুরভাগ্গ যে আমার বড় ভাই ও আঃ জলিল শিকদার এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন।

ঈদের এই আনন্দ শুধু তাঁরাই নিতে পারেন, যাঁরা পরিবার নিয়ে একত্রে আছেন।

আর যাঁরা পরিবার ছাড়া অনেক অনেক দূরে আছেন, মানে দেশের বাইরে, তাঁদের কাছে ঈদ অন্য সব সাধারণ দিনের মতোই মনে হয়।

পার্থক্য শুধু ঈদের নামাজ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।