সুমন হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান নামের এক ৭বছরের শিশু নিখোঁজের ১২ঘন্টা পর ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুটির বাড়ির পাশের দমদম বাজার সড়কের শহাতলার মোড় সংলগ্ন থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান-শাহাতলার মোড়ে কৃষক গৌরচন্দ্র পাট কেটে তাড়ী বেধে রাস্তার দুই ধারে রাখে। সেই পাটের ৪/৫টি তাড়ী ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় কৃষক ইসমাইল হোসেন বুধবার বেলা ২টার দিকে দেখতে পান পাটের নিচে একজনের মানুষের মাথা পড়ে আছে। তখন তিনি চিৎকার করে এলাকার মানুষ জড়ো করেন। পরে এলাকাবাসী ওই পড়ে থাকা পাটের নিচ থেকে লাশটি উপরে নিয়ে এসে দেখতে পান শিশু ছেলেটি হারিয়ে যাওয়া মেহেদী হাসান। পরে খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন সহ থানার সকল পুলিশ সদস্যরা ঘটনা স্থান পরিদর্শন করেন।
খবর পেয়ে সাতক্ষীরার অরিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সামসুল হক ঘটনা স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য আসলাম হোসেন দুলালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, মঙ্গলবার (১৭আগস্ট) উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি মাঠপাড়া এলাকায় মেহেদী হাসান নামে ৭বছরের এক শিশুর নিখোঁজের ঘটনাটি ঘটে।
নিহত শিশুর বাবা মহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মঙ্গলবার বিকালে কাজের উদ্দেশ্যে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুন ফোনে জানায় মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাৎক্ষনিক ভাবে বাড়ি এসে এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন স্থানে খোজ-খবর নেই। এলাকার বিভিন্ন পুকুর-জলাশয়ে সব জায়গাতে খুঁজে মেহেদীকে পাওয়া যায় নি। অবশেষে মাইকিং করি।শিশুরটির মা খাদিজা খাতুন জানান, বিকালে কাউকে কিছু না বলে মেহেদী খেলতে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত ছেলে বড়িতে না আসলে সব জায়গাতে খোঁজাখুজি করেও পাইনি।
বুধবার (১৮আগস্ট) বেলা ২টার দিকে রাস্তায় রাখা পাটের আটির নিচে ধান ক্ষেত থেকে স্থানীয় এলাকাবাসীরা মৃত অবস্থায় আমার ছেলে মেহেদীর লাশ উদ্ধার করেছে বলে জানতে পারি।
তিনি আরো বলেন- মঙ্গলবার দুপুরে ভাত খেয়ে মেহেদী হাসান ও একই এলাকার রাকিব খেলতে গিয়েছিল দামেদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। পরে রাকিব বাড়িতে আসলেও মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শী আতিয়ার রহমানের ছেলে চাষী ইসমাইল হোসেন জানান-ধানের ক্ষেতে ঔষধ ছিটাতে গিয়ে দেখি সারা শরীরের উপর পাটের আটি আর মাথাটা বের হওয়া অবস্থায় দেখে চিৎকার দিয়ে উঠি। পরে লোকজন ছুটে এসে উদ্ধার করে দেখি পার্শ্ববর্তী গ্রামের মহিদুল ইসলামের নিখোঁজ ছেলে মেহেদী হাসান। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, মঙ্গলবার শিশুর নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। বুধবার বেলা ২টার দিকে পাটের আটির নিচ থেকে ওই শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সাতক্ষীরার অরিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সামসুল হক ঘটনা স্থান পরিদর্শন করেন এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে শিশু মেহেদী হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

