গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালতকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সাধারণ জনগণ যাতে সহজে ন্যায়বিচার পায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।” তিনি ইউনিয়ন পরিষদে এজলাস ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন

সভায় উপপরিচালক বিশ্বজিত কুমার পাল বলেন, “সব ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সমানভাবে সক্রিয় করতে হবে। প্রতি ইউনিয়নে মাসে অন্তত পাঁচটি মামলা গ্রহণ ও নিয়মিত নথি হালনাগাদ রাখতে হবে।”


বিজ্ঞাপন

সভায় জেলা ব্যবস্থাপক মো. আলিউল হাসানাত খান বিগত নয় মাসের কার্যক্রমের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জেলায় ৭৯২টি মামলা দায়ের হয় এবং এর মধ্যে ৭২৭টি নিষ্পত্তি হয়েছে, যার মাধ্যমে আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৪০ টাকা।

সভায় জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার শাখার কর্মকর্তা, ৬৭ ইউনিয়নের হিসাব সহকারী ও উপজেলা কো-অর্ডিনেটরসহ ৮৭ জন অংশগ্রহণ করেন।

👁️ 39 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *