আরো পরমাণু অস্ত্র পরীক্ষার হুমকি কিমের

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র তাদের শত্রুমনোভাবপন্ন নীতি থেকে সরে না এলে আরো পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুধু তাই নয়, আগামী দিনে আরও উন্নত মানের পরমাণু অস্ত্র তৈরি করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।


বিজ্ঞাপন

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের একাধিকবার বৈঠক হয়। তবে উত্তর কোরিয়ার অভিযোগ, তারা সহযোগিতার হাত বাড়ালেও যুক্তরাষ্ট্র তাতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না।

এ প্রসঙ্গে কিম বলেন, ‘ওয়াশিংটন যদি তাদের অবস্থান থেকে সরে না আসে তা হলে আগামীতে পরমাণু অস্ত্র পরীক্ষা অব্যাহত রাখবে পিয়ংইয়ং।’ তবে ট্রাম্পের সঙ্গে ‘আলোচনার দরজা সবসময় খোলা’ থাকবে বলেও তিনি জানান।


বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার উপর থেকে এখনও নিষেধাজ্ঞা তোলেনি যুক্তরাষ্ট্র। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে তারা। আর তাতেই রেগেছেন কিম।


বিজ্ঞাপন

এ নিয়ে কিমের হুঁশিয়ারি, ‘কেবল আমরাই প্রতিশ্রুতি রক্ষা করে যাব এটা হতে পারে না। আমেরিকা যদি আমাদের উপর খবরদারি করতে চায় তা বরদাস্ত করা হবে না।’

ফলে নিজেদের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *