
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষের কান্ডারী এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছার  নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে ফরিদপুর জেলা পরিষদের সামনে হতে উক্ত কর্মসূচির  আয়োজন করা হয়। এটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে  তার বাসভবনের সামনে গিয়ে  শেষ হয়।  এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ  মুদাররেস আলী ঈসা বলেন আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে  সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে  বিজয়ী করতে হবে ।
তাই এখন থেকে  সবাইকে ধানের শীষের পক্ষে  একসাথে কাজ করতে হবে। তিনি বলেন আমরা বিএনপির চেয়ারপারসন  দেশনেত্রী বেগম খালেদা জিয়া  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  এর পক্ষে ধানের শীষের প্রতীকের  নির্বাচনী প্রচারণা করছি।

তিনি বলেন  আগামী ফেব্রুয়ারি মাসে  অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  আর নির্বাচনকে  বানচাল করার উদ্দেশ্য  একটি মহল  রাষ্ট্রের  ভিতর থেকে  ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তাদের বিরুদ্ধে  সজাগ থাকতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য  অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের  মনোনীত প্রার্থীকে  ধানের শীষ প্রতীকে  ভোট দিয়ে  জয়যুক্ত করব।
এজন্য আমাদের  বিভিন্ন এলাকায়  পাড়া মহল্লায়  ওয়ার্ডে ওয়ার্ড  ধানের শীষের পক্ষে  প্রচারণা করতে হবে।
দলের জন্য  কাজ করতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে  সবাইকে ঐক্যবদ্ধ হবার  আহ্বান জানান।
এর আগে  মিছিল থেকে তিনি  সর্বস্তরের জনগণের সঙ্গে  কুশল বিনিময়  এবং বিএনপির প্রবর্তিত  ধানের শীষের পক্ষে ৩১ দফার  লিফলেট বিতরণ করেন।
