নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)  :  নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার  ২ নভেম্বর,  বিকেলে নরসিংদী পৌর এলাকায় স্টেডিয়াম সংলগ্ন ১৩৮/০৩ তরোয়ায় জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নিজ কার্যলয়ে এ কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন

নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটিতে,মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান কে সভাপতি ও এশিয়ান টিভির নরসিংদীর প্রতিনিধি সাজেদুল হক প্রান্ত কে সাধারণ সম্পাদক করে, ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটির,সিনিয়র সহ সভাপতি আবদুল হান্নান মানিক,সহ সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান, আবু নাঈম রিপন,মোঃ বিল্লাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব,দপ্তর সম্পাদক শাহিন আহমেদ,কোষাধ্যক্ষ মোঃ জাহিদ মিয়া,প্রচার সম্পাদক মোঃ শাহীন ( কাউছার), এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন ১/ মাছুম মিয়া, ২/ রাসেল মিয়া ৩ / আরমান মিয়া, ৪/ অলি উল্লাহ মিয়া ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহাবুবুর রহমান বলেন,আমরা সর্ব সময় সত্য প্রকাশ করতে বদ্ধপরিকর,আমরা অন্যায়ের নিকট মতানত করবো না,আমাদের সংগঠনের কোন সদস্য যেকোনো অন্যায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা সংবাদ প্রকাশ করার পর যেকোন বিপদে আমরা ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে মোকাবেলা করিব ।


বিজ্ঞাপন

কোন প্রকার অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ। সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক বলেন,আমরা পর্যায়ক্রমে নরসিংদী জেলায় প্রতিটি উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন করিব।

আমরা সকল অপরাধীদের কালো মুখোশ উন্মোচন করে দেশ ও জাতির সামনে তুলে ধরবো। মোঃ কামাল হোসেন প্রধান বলেন,নরসিংদীর জেলায় অপরাধীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রশাসনের পক্ষে এককভাবে তাদেরকে প্রতিহত করা সম্ভব নয়,বিভিন্ন অপরাধিরা শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট অথবা টাকার বিনিময়ে পত্রিকার কার্ড সংগ্রহ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ,এ ব্যাপারে কিছু সংখ্যক পত্রিকার সম্পাদক গণ আরো সচেতন হওয়া বিশেষ প্রয়োজন। বিভিন্ন সরকারি দপ্তরে এখন চাঁদাবাজ দের বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তারাও মুখ খুলতে সাহস পায় না।

অপরাধীরা দলগত ভাবে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত স্বার্থের কারণে তাদেরকে লালন পালন করে, এ অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতে হলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। আবু নাঈম রিপন বলেন,আমরা সাংবাদিকতা করি দীর্ঘ প্রায় প্রায় ২৫ /৩০ বছর যাবত অপরাধীরা ঐক্যবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে,রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যক্তিগত স্বার্থের কারণে অনেকেই তাদেরকে লালন পালন করেন,কিছুসংখ্যক পত্রিকার সম্পাদক গন যদি সন্ত্রাসীদের হাতে টাকার বিনিময়ে পত্রিকার কার্ড তুলে না দিত তাহলে সমাজ আরো উন্নত হতো।

সাধারণ সম্পাদক সাজেদুল হক প্রান্ত বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করিলে অপরাধীদের বিরুদ্ধে মোকাবেলা করা কোন ব্যাপার নয়। আমি আশা করি সকলে ঐক্যবদ্ধভাবে অপরাধীদের কালো মুখোশ উন্মোচন করতে পারিব। মোঃ বিল্লাল হোসেন বলেন,নতুন নতুন সাংবাদিকের আবির্ভাব ঘটেছে,তাদের ভাব সাব দেখলে মনে হয়,আমরা কোন জগতে বসবাস করছি, স্বাক্ষর দিতে পারে না সেও এখন সাংবাদিক। আমরা এ অপসংবাদিক থেকে মুক্তি চাই। উপস্থিত অন্যান্য সাংবাদিকরা ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার মতামত প্রকাশ করেন।

👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *