
নইন আবু নাঈম, (শরণখোলা) : বাগেরহাটের শরণখোলায় বিএম জেড পিটি প্রকল্পের অর্জনও শিখন বিনিময় এবং উপজেলা পর্যায়ের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজ এ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডির প্রজেক্ট ম্যানেজার সরোয়ার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা আল মামুন জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, রায়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা এনজিওর সভাপতি আলমগীর হোসেন মিরু ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারুফ হাসান।

সভায় প্রজেক্ট ম্যানেজার সরোয়ার জাহান জানান, ২০২২ সাল থেকে আগামী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের প্রতিবন্ধীসহ অসহায় পরিবারগুলির জীবন জীবিকার মান উন্নয়নে ও দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে সহায়তা পেয়েছে এবং পাবেন। যার মাধ্যমে উপকার ভোগীরা লাভবান হয়েছে।

