
বিশেষ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক দল (BGD) ও গণফোরামের নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় গোপালগঞ্জে গণতান্ত্রিক দলের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় আহবায়ক মোঃ সাইফুর রশিদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক দলের যুগ্ম আহবায়ক শেখ ফরিদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা গণফোরামের আহবায়ক সুব্রত ভট্টাচার্য সেতু, সদস্য সচিব এ. বুলবুল মোল্লা, গোপালগঞ্জ জেলা গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দসহ দুই দলের স্থানীয় পর্যায়ের নেতারা।

মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি।

গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ মফিজ বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনা ও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। গণফোরাম সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে।”
বাংলাদেশ গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় আহবায়ক মোঃ সাইফুর রশিদ চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই অর্থবহ হতে পারে না। তাই আগামীর নির্বাচনে সকল বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
সভায় দুই দলের নেতৃবৃন্দ একমত হন যে, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলন জোরদারে পারস্পরিক সহযোগিতা ও ধারাবাহিক সংলাপ অব্যাহত থাকবে।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
