এসপিটিআই মাদারীপুরে মেরিন শিক্ষানবিশদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ২০২৫—নৌখাতে শৃঙ্খলাবদ্ধ মানবসম্পদ গঠনে আরেক ধাপ অগ্রগতি

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে দক্ষ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে মাদারীপুরের চরমুগুরিয়ায় অবস্থিত শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) প্রাঙ্গণে আজ ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হলো “মেরিন শিক্ষানবিশদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ২০২৫”।


বিজ্ঞাপন

বর্ণাঢ্য এ আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষানবিশদের সুশৃঙ্খল কুচকাওয়াজ, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতার প্রদর্শন উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোট ১৫৭ জন মেরিন শিক্ষানবিশ।

এর মধ্যে শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট, মাদারীপুর থেকে ২১ জন, ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি), বরিশাল থেকে ২৪ জন এবং ডিইপিটিসি, নারায়ণগঞ্জ থেকে ১১২ জন শিক্ষানবিশ। তারা সফলভাবে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করে নৌখাতে কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বক্তব্যে তিনি বলেন, “দেশের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে প্রশিক্ষিত, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ মেরিন জনবল গড়ে তোলা অপরিহার্য।” একই সঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের সততা, শৃঙ্খলা ও নিরাপত্তা সচেতনতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।


বিজ্ঞাপন

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন (এস), ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন (অবঃ)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ; এসপিটিআই, মাদারীপুর; ডিইপিটিসি, বরিশালের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন; ডিইপিটিসি, নারায়ণগঞ্জের অধ্যক্ষ ক্যাপ্টেন জি. এ. এম. আলী রেজা; মাদারীপুরের এডিসি (উন্নয়ন); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); কোম্পানি কমান্ডার সিপিসি-৩; জেলা শিক্ষা অফিসার; জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরের প্রো-ভিসি; আকিজ ও সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক; বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ; নৌবাহিনীর চৌকস বাদক দলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানজুড়ে শিক্ষানবিশদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, শারীরিক সক্ষমতা ও প্রশিক্ষণলব্ধ দক্ষতার প্রদর্শন পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ক। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে সার্বিক দক্ষতা ও একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে চৌকস মেরিন শিক্ষানবিশ হিসেবে পুরস্কার লাভ করেন—ডিইপিটিসি, নারায়ণগঞ্জ থেকে মোঃ মোবিনুল ইসলাম, ডিইপিটিসি, বরিশাল থেকে মোঃ জিসান আনোয়ার এবং এসপিটিআই, মাদারীপুর থেকে মোঃ হৃদয় হোসেন।

উল্লেখ্য, ২০২৫ সালের এই আয়োজনটি ছিল এসপিটিআই, মাদারীপুরের ১৩তম, ডিইপিটিসি, বরিশালের ১৩তম এবং ডিইপিটিসি, নারায়ণগঞ্জের ৫৬তম মেরিন শিক্ষানবিশদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ।

আরও উল্লেখ্য, শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট, মাদারীপুর এবং ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টারসমূহ দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে দক্ষ, নিরাপত্তা সচেতন ও পেশাদার মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *