এনসিপির প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন মনজিলা সুলতানা ঝুমা

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি)  :  জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনজিলা সুলতানা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়, যার অংশ হিসেবে তাকে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মনোনীত করা হয়। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও এর আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।


বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও লেখেন, “আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে বিশ্বাস করি—তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল।”


বিজ্ঞাপন

তার এ ঘোষণার পর খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *