এনএসইউ-তে সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার ও গিফটস স্টুডেন্ট আইডিতেই কিন্তি  : পূজায় ভিভোর বিশেষ অফার সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার  !

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক  :  নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘সরস্বতী পূজা ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে এসেছে দারুণ সব টেক-অভিজ্ঞতা এবং এক্সক্লুসিভ অফার। উৎসবের প্রতিটি দিন আরও উৎসবমুখর ও স্মরণীয় করতে ক্যাম্পাসজুড়ে থাকছে ভিভোর বিশেষ আয়োজন।


বিজ্ঞাপন

সরস্বতী পূজার এই উৎসব আয়োজন চলবে আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, যেখানে মূল পূজা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ দর্শক ও সর্বসাধারণও ওই দিন মূল আয়োজনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির সংযোগ গড়ে তোলাই ভিভোর এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

উৎসবের প্রতিটি দিনে ক্যাম্পাসে থাকবে ভিভোর অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন। ভিভোর সমন্বিত স্টল ও এক্সপিরিয়েন্স জোনে শিক্ষার্থীরা সরাসরি স্মার্টফোনের ফিচার ব্যবহার করার সুযোগ পাবে এবং অংশ নিতে পারবে গেম জোন, ফটো এক্সিবিশন ও ফটো বুথসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে। আধুনিক প্রযুক্তি ও বিনোদনের এই অভিজ্ঞতা উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ধ ও স্মরণীয়।


বিজ্ঞাপন

এই উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আগত দর্শকদের জন্য ভিভো নিয়ে এসেছে একাধিক এক্সক্লুসিভ অফার ও আকর্ষণীয় মূল্যছাড়। ফ্ল্যাগশিপ মডেল এক্স৩০০ প্রো কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন রিরো ডাব্লিউ৩ স্মার্টওয়াচ, ভিভো টিডাব্লিউএস ইয়ারবাড এবং স্ক্রিন প্রোটেক্টর। এছাড়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় ভিভোর নির্দিষ্ট স্মার্টফোন মডেল ভি৬০ ফাইভজি, ভি৬০ লাইট ফাইভজি, ভি৬০ লাইট ফোরজি এবং ওয়াই৪০০ কিনলে সাথে থাকছে আকর্ষণীয় এক্সেসরিজ একদম ফ্রি।


বিজ্ঞাপন

এছাড়াও, ক্রেতাদের স্মার্টফোনে বাড়তি নিরাপত্তা দিতে ভিভো দিচ্ছে ১+১ বছরের বর্ধিত ওয়ারেন্টি, অর্থাৎ মোট ২ বছরের সুরক্ষা। স্মার্টফোন কেনা সহজ করতে এক্স৩০০ প্রো এবং ভি৬০ সিরিজের মডেলগুলোতে নির্দিষ্ট ৫টি ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা থাকবে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মোমো ইএমআই-এর মাধ্যমে ক্রেডিট কার্ড ছাড়াই ৬ মাস পর্যন্ত কিস্তিতে ফোন কেনার সুযোগ থাকবে, যেখানে স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজায় ভিভোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করছে। শিক্ষার্থীরা প্রযুক্তি ও বিনোদনের এক অনন্য, ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।

ভিভো প্রসঙ্গে  :  ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্কের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে। সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংকু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে।

চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *