নিজস্ব প্রতিনিধি : বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনির সহযোগীতায় সোমবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে আর এন বাকি এন্ড মেকাপ ক্লোজেট বাট, মিহজাবিন, জেনেটিক প্লাজা, ধানমন্ডি, ঢাকা প্রতিষ্ঠানটি আমদানীকৃত স্কীন ক্রিম, স্কীন লোশন, টয়লেট সোপ পণ্যের বিএসটিআই’র ছাড় না থাকায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে মোঃ রেজানুর রহমান সরকার , ফিল্ড অফিসার (সিএম) ও সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।
👁️ 8 News Views
