দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকের নিকট থেকে জমি খারিজ বাবদ অবৈধভাবে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, ঢাকা-২-এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে আজ (২২-০৩-২০২১ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগের সত্যতা উদঘাটনের লক্ষ্যে দুদক টিম সরজমিনে সিদ্ধিরগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনপূর্বক প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহ, কাগজপত্র পরীক্ষা ও তথ্যানুসন্ধান করেছে। সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিদের বক্তব্য বিস্তারিতভাবে রেকর্ড করেছে দুদক টিম। উক্ত দপ্তর থেকে এ সংক্রান্ত আরও তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ ক্ষেত্রে কোন অনিয়ম সংঘটিত হয়েছে কিনা এবং তা হয়ে থাকলে এর সাথে যদি কেউ জড়িত থাকে তবে তা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য প্রমাণসমূহ পরীক্ষা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।


বিজ্ঞাপন

এছাড়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, টেক্সটাইল মিল মালিকের বিরুদ্ধে অডিট জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ, বীমা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের বীমার অর্থ পরিশোধ না করে হয়রানি করা, ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের লোন পাইয়ে দেয়ার নামে ঘুষ দাবি, ব্যাংক ম্যানেজার-এর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে গ্রহকের ডিপিএস এ্যাকাউন্টের টাকা আত্মসাৎ, ইউপি সদস্যের বিরুদ্ধে বিদ্যালের জমি অবৈধভাবে দখল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের জমি খাজনা আদায়ে অতিরিক্ত অর্থ দাবি, ইউপি মেম্বারের বিরুদ্ধে ভুয়া মৃত্যু সনদ সৃজনপূর্বক বিধবা ভাতা উত্তোলন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ইউপি সচিব ও কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদান নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রেক্ষিতে প্রধান প্রকৌশলী-সড়ক ও জনপথ বিভাগ; চেয়ারম্যান-ফাইন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিল; চেয়ারম্যান-বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ; জেনারেল ম্যানেজার-কর্মসংস্থান ব্যাংক; ব্যবস্থাপনা পরিচালক-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী-শেরপুর, দৌলতখান-ভোলা, ফুলগাজী-ফেনী, মিঠাপুকুর-রংপুর ও পবা-রাজশাহী-কে বিষয়সমূহ অবহিত করে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট থেকে পত্র প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

👁️ 17 News Views