নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে হোটেল রাজমনি ঈসা খাঁ, ৮৯/৩, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। যেখানে সেখানে মাছি উড়ছে, ডাস্টবিনের কোন ঢাকনা নেই। রান্নাঘরে পরিষ্কার পরিচ্চ্ছন্নতার ঘাটতিসহ তেলাপোকার বিচরণ লক্ষ্য করা যায়। ফ্রিজে কৃত্রিম রং দেখা যায় যা বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়েছে। একইসাথে মেয়াদউত্তীর্ণ কিছু রুটি ও পঁচা ফল পাওয়া যায়। এ সকল অপরাধে হোটেল রাজমনি ঈসা খাঁ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম উদ্দিন এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

👁️ 13 News Views