আলমগীর হত্যা মামলার আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রোববার আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝাউবাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা মামলা নং ৩৯ তারিখ ২৮/০৯/২০২০ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড (বহুল আলোচিত আলমগীর হত্যা) মামলার অন্যতম পলাতক আসামী মোঃ বাবু (২৬) কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নিহত আলমগীর ও গ্রেফতারকৃত আসামী পরস্পর বন্ধু ছিল। গত ২৭/০৯/২০২০খ্রিঃ নিহত আলমগীর হাটা-হাটির জন্য তাহার বর্তমান বাসা হতে রাতের খাওয়া শেষ করে বাবুর সাথে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন গোলাম বাজার সংলগ্ন পূর্ব চড়াইল আবু সাঈদের রিক্সার গ্যারেজের সামনে ফাঁকা বালুর মাঠের উদ্দেশ্যে বাহির হয়। সেখানে গিয়ে দুজনের মধ্যে অজ্ঞাত বিষয় নিয়ে বির্তকের সৃষ্টি হয়। বিতর্কের একপর্যায়ে বাবু তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয় বলে জানা যায়।

👁️ 10 News Views