করোনার দ্বিতীয় ধাপে ও ঢাকায় ৬০ শতাংশ বেড খালি

জাতীয় স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : করোনা চিকিৎসায় নিয়োজিত সারাদেশের হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ১২ হাজার ৩৬৫টি। এর মধ্যে খালি আছে ৮ হাজার ৩৩৫টি। অর্থাৎ ৬৭ দশমিক ৪০ শতাংশ সাধারণ বেড খালি রয়েছে। এছাড়া সারাদেশে আইসিইউ বেড আছে এক হাজার ৮৪টি; এর মধ্যে খালি আছে ৪৫৯টি। অর্থাৎ ৪২ শতাংশ আইসিইউ বেড খালি রয়েছে।


বিজ্ঞাপন

আর ঢাকার হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ৫ হাজার ৬৪৪টি, যার মধ্যে খালি আছে ৩ হাজার ৪১৩টি। অর্থাৎ ঢাকায় ৬০ শতাংশ বেড খালি রয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ৩ হাজার ৪৮১টি, এর মধ্যে খালি আছে ২ হাজার ২৮টি। অর্থাৎ সরকারি হাসপাতালে ৫৮ শতাংশ বেড খালি আছে। আর বেসরকারি হাসপাতালে সাধারণ বেড আছে ২ হাজার ১৬৩টি, এর মধ্যে খালি আছে এক হাজার ৩৮৫টি। অর্থাৎ সেখানে বেড খালি আছে ৬৪ শতাংশ।


বিজ্ঞাপন
👁️ 29 News Views