হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : কি‌শোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার ঢালারকা‌ন্দি গ্রা‌মের রেনু মিয়া (৫০), হত্যা মামলার দুই জন আসামী গ্রেপ্তার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সূত্র : অষ্টগ্রাম থানার মামলা নং ০৪ তা‌রিখ ০৪/০৯/২০২০ খ্রি: ধারা ১৪৩/৪৪৭/৩০২/ ২০১/৫০৬/১১৪ দ:বি: এর এজাহার নামীয় আসামী বিল্লাল মিয়া (৪০), পিতা ছা‌মেদ মিয়া, ও তদ‌ন্তে প্রাপ্ত সন্দিগ্ধ দুলাল মিয়া (৪২), পিতা আঃ রৌফ উভয় সাং ঢালার কা‌ন্দি, থানা- অষ্টগ্রাম, জেলা- কি‌শোরগঞ্জ‌’দের গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সোমবার ১৪ জুন, হ‌বিগঞ্জ জেলার লাখাই থানার বটতলা এলাকা হতে তদন্তকারী কর্মকর্তা এবং সিআই‌ডি,কি‌শোরগঞ্জ জেলা টিম কর্তৃক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী‌দের জিজ্ঞাসাবাদ শে‌ষে বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হবে।

👁️ 13 News Views