গাজীপুরে ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর এলাকার গাছা থানাধীন দুনিয়া থেকে বিভিন্ন পরিচয় দান কারী কথিত ভুয়া সরকারি কর্মকর্তা মাহমুদ কে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। সে বিভিন্ন পরিচয়ে কখন ও ডিবি, কখন ও ম্যাজিস্ট্রেট সহ ভুয়া সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছিল। এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, গাছা থানাধীন কুনিয়া হইতে ভুক্তভোগী মাসুদ করিম (৩৫) এর কাছ থেকে গ্রেফতার কৃত মাহমুদ হাসান (৩৮) প্রতারনার মাধ্যমে কখনো ডিবি, ম্যাজিস্ট্রেট এবং আইনজীবির পরিচয় দিয়ে গত ১৫ জুলাই, হইতে ১৭ জুলাই শনিবার এর মধ্যে বিভিন্ন সময়ে মোট ১,০৬,০০০/- (এক লক্ষ ছয় হাজার) টাকা আত্মসাৎ করে।

ভিক্টিমের অভিযোগের ভিত্তিতে গাছা থানা পুলিশ উক্ত আসামীকে রবিবার ১৮ জুলাই, গাছা থানাধীন কুনিয়া, ওয়ার্ড নং- ৩৭ হতে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

আসামী মাহমুদ (৩৮) নিজেকে কখনো পুলিশ কখনো ম্যাজিস্ট্রেট, আইনজীবি, এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে জনসাধারনের সাথে প্রতারনা করে যাচ্ছে।


বিজ্ঞাপন

উক্ত আসামীর বিরুদ্ধে গাছা থানার মামলা রুজু করা হয় এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

👁️ 26 News Views