পরীমণির বাসা থেকে ডেঞ্জারাস মাদক ‘এলএসডি’ ও আইস উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করেছে। এ সময় বাসা থেকে ভয়ংকর নতুন মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি), আইস ও বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করেছে র‌্যাব। আইনশৃঙ্খলার বাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার (৪ আগষ্ট) বিকালে চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে প্রথম দিকে নায়িকা র‍্যাবকে সহযোগিতা করেননি।

পরে পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

পরে তার ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

সূত্রটি আরও জানায়, পরীমণির আলিশান বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে মদ নেই।

তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।

👁️ 20 News Views