ব্রাম্মনবাড়িয়া বিজয়নগরে ৪৫ কেজি গাজাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রবিবার ২৪ অক্টোবর মাদক বিরোধী ‌বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক রাতভর অভিযান পরিচালনা করে বিজয়নগর থানাধীন নজরপুুর এলাকা হইতে ৫৪ কেজি গাঁজাসহ মোঃদুলাল মিয়া (৪২) পিতা মৃত – জালু মিয়া সাং- কামাল মুড়া , এবং সাব্বির মিয়া(২০) পিতা মৃত – এলাহি মিয়া সাং- কামাল মুড়া মধ্য পাড়া সর্ব থানা – বিজয়নগর, জেলা – ব্রাহ্মণবাড়িয়া কে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
বিজয়নগর থানা মামলা নং ২৪ তং ২৪ অক্টোবর ২০২১।


বিজ্ঞাপন
👁️ 23 News Views