নিজস্ব প্রতিনিধি : সোমবার ১ নভেম্বর ড. সহদেব চন্দ্র সাহা, পরিচালক (খাদ্যের বিশুদ্ধতা পরিবীক্ষণ ও বিচারিক কার্যক্রম বিভাগ), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর নেতৃত্বে একটি মনিটরিং টিম কর্তৃক ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর এলাকায় বনফুল এন্ড কোং ও সিপি বাংলাদেশ ফুড এর শিল্পস্থাপনা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য শিল্পের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় মনিটরিং টিম খাবারের গুণগত মান উন্নত করার ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
স্থাপনা কর্তৃপক্ষ সকল পরামর্শ সাদরে গ্রহণ করেন এবং অতিদ্রুত সকল সমস্যা সমাধানের নিশ্চয়তা প্রদান করেন।

এসময় মনিটরিং অফিসার এম ইমরান হোসেন মোল্লা ও মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

👁️ 1 News Views
