কেএমপির মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গতকাল সোমবার ২৫ এপ্রিল ৫ টা ১০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন মুজগুন্নি শেখপাড়া, শেখ মমিন উদ্দিন ফোরকানিয়া জামে মসজিদের পাশে বারিক ষ্টোর নামক মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আজিম শিকদার (৩৭), পিতা-মৃত: মোজাম্মেল শিকদার, সাং-পিপলস নিউ কলোনী, থানা-খালিশপুর এবং নাইমুল ইসলাম (২৪), পিতা-মোল্লা এনামুল হক, সাং-গাংনী, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 10 News Views