মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীরউত্তম এর মৃত্যুতে বিমান বাহিনীর শোক প্রকাশ

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীরউত্তম বৃহস্পতিবার ৮ ডিসেম্বর,বিকেল ৪ টা ৪৭ মিনিটে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আজকের বিমান বাহিনীর সূতিকাগার হিসেবে বিবেচিত ঐতিহাসিক ‘কিলো ফ্লাইটের’ সক্রিয় সদস্য হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

অসীম সাহস, দৃঢ় সংকল্প এবং অসামান্য পেশাদারিত্ব দেখিয়ে তিনি পাকিস্তানী দখলদার বাহিনীর উপর অসংখ্য বিমান আক্রমণের নেতৃত্ব দেন ও বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীরউত্তম, পিএসসি কে স্বাধীনতা পুরস্কার ২০১৭ প্রদান করা হয়। মরহুমের প্রথম জানাযার নামাজ শুক্রবার সকাল ১১ টায় বিমান বাহিনী ঘাঁটি বাশার, তেজগাঁও-এ এবং দ্বিতীয় জানাযার নামাজ বাদ জুমআ গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বনানী বেসামরিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে।


বিজ্ঞাপন
👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *