কেআরওয়াই থেকে আইফোন-১৪ কিনলে আজীবন সার্ভিস ওয়ারেন্টি

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে আইফোন ১৪ সিরিজ়ের ফোন কিনলে আজীবন সার্ভিস ওয়ারেন্টি দেওয়া বলে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও সেখান থেকে পুরনো মডেলের ফোন পরিবর্তন করে নিতে পারবে আইফোন ১৪ সিরিজ়ের ফোন।


বিজ্ঞাপন

গত বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আইফোন ব্যবহারকারীদের জন্য দারুন খবর । আগামী ১৬ সেপ্টেম্বর থেকে কেআরওয়াই ইন্টারন্যাশনালে পাওয়া যাবে আইফোন ১৪ সিরিজ়ের ফোনগুলো ।

বাংলাদেশে এই প্রথম আইফোনের ইন্টারন্যাশনাল ১ বছরের ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও থাকছে আজীবন সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও ৩৬ মাসের সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন কাস্টমাররা ।


বিজ্ঞাপন

এব্যাপারে কেআরওয়াই ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর কামরুল ইসলাম বলেন, আগামী ১৬ তারিখ থেকে যারা কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে আইফোন ১৪ সিরিজ়ের ফোন ক্রয় করবেন তাদের জন্য থাকছে বিশেষ উপহার এবং পুরনো মডেলের ফোন পরিবর্তন করে নিতে পারবে আইফোন ১৪ সিরিজ়ের ফোন ।


বিজ্ঞাপন

বর্তমানে সারা বাংলাদেশে কেআরওয়াই ইন্টারন্যাশনালের ১১ টি বিক্রয় কেন্দ্র আছে। এছাড়াও কেআরওয়াই ইন্টারন্যাশনালের ওয়েবসাইট (www.kryinternational.com) থেকেও ক্রয় করতে পারবেন ফোনগুলো।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *