তুলসীঘাটে বাণিজ্য মেলা ভেঙে দিল প্রশাসন  : জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ ঘোষণা জুয়া ও মেলা কার্যক্রম

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

রিয়ায এলাহী রাজন (গাইবান্ধা)  :  গাইবান্ধার তুলসীঘাটে চলমান বাণিজ্য মেলাটি ভেঙে দিয়েছে প্রশাসন। এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও সাধারণ জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধের ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তুলসীঘাট এলাকায় অনুমোদনবিহীনভাবে বাণিজ্য মেলার নামে জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল।

এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ মেলা বন্ধের দাবিতে প্রতিবাদে নামেন। পরবর্তীতে আছরের নামাজের পর এলাকাবাসীর উপস্থিতিতে মেলা কর্তৃপক্ষ মঞ্চে ঘোষণা দেয়— তুলসীঘাটে মেলা ও অবৈধ জুয়ার কার্যক্রম বন্ধ থাকবে।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রশাসনের পক্ষ থেকে মেলার অবকাঠামো ভেঙে ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, “মেলার নামে এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছিল। অবৈধ জুয়া ও অসামাজিক কার্যকলাপের কারণে পরিবার-পরিজন নিয়ে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছিল।


বিজ্ঞাপন

প্রশাসনের এই পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”
প্রশাসনের এক কর্মকর্তা জানান, “জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধভাবে পরিচালিত মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে অনুমতি ছাড়া কোনো ধরনের মেলা বা জুয়ার আয়োজন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তুলসীঘাটে মেলা বন্ধের ঘোষণার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। জনমনে এখন একটাই প্রতিধ্বনি— “অবৈধ জুয়ার মেলা আর নয়।”

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *