চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ আহত ৩

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম) : চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন ৩ জন।


বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন। কোন গণমাধ্যমে প্রকাশিত হয় হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপির প্রবীণ নেতার গুলিবিদ্ধের ঘটনা সোশ্যাল মিডিয়ার প্রচারের ফলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ব্যাপক সমালোচিত হয় রাজনৈতিক অঙ্গন সকলের মাঝে।


বিজ্ঞাপন

জানতে চাইলে এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ বলেন, ‘আমার বাবাকে গুলি করা হয়েছে শুনেছি। বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সেখানে যাচ্ছি।’


বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সন্ধ্যায় বলেন, নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৬টিতে বাকি, মহাসড়ক অবরোধ ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ এ-র নাম ঘোষণা করেন।

👁️ 210 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *