আদ-দ্বীন মেডিকেল কলেজে থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন 

Uncategorized কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে এই ডিজিটাল থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজের এনাটমি বিভাগে এই অ্যানিমেশন মনিটর উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

থ্রি-ডি (3D) অ্যানিমেশন এমন একটি সফটওয়্যার যা টেক্সটবুককে থ্রি-ডি (3D) অ্যানিমেশন, ভিডিও এবং ইন্টারঅ্যাক্টিভ টুলের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তোলে। থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটরে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত সঞ্চালন, বা জটিল সার্জারি প্রক্রিয়াগুলো থ্রি-ডিতে দেখানো সম্ভব, যা বইয়ের ছবি বা সাধারণ ভিডিওর চেয়ে অনেক বেশি কার্যকর।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. বি. এম ওমর ফারুক প্রমূখ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেডিকেল শিক্ষার মানোন্নয়নে এবং এনাটমি বা জটিল রোগ-ব্যাধি বোঝাতে থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। টেক্সটবুককে থ্রি-ডি অ্যানিমেশন-এ রূপান্তর করে কঠিন বিষয়গুলোকে জীবন্ত ও আকর্ষণীয় করে তোলা, যা ছাত্রদের বুঝতে সাহায্য করে এবং শেখার আগ্রহ বাড়ায়। নতুন চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি শক্তিশালী প্রশিক্ষণ টুল।


বিজ্ঞাপন

এসময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এনাটমি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *