
মোঃ শফিকুল ইসলাম, (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ইয়াবাসহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭২ ঘণ্টার অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক টহল ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজরমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে নিরাপত্তা জোরদার অব্যাহত রাখা হয়েছে।
