অভয়নগরে কিশোরের আত্মহত্যা

সারাদেশ

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার অভয়নগর গ্রামে হৃদয়(১৮)নামে এক কিশোর আত্মহত্যা করেছে, তার বারর নাম শ্রী শ্রী ঝড়ু দেব (৪০), স্থানীয় মানুষের কাছে জানা যায় কিশোর হৃদয় দেব(১৮) তার বাবা ঝড়ু দেব (৪০) কে মটর সাইকেল কিনে দিতে বলে কিন্তু তার বাবা ঝড়ু দেব মটর সাইকেল কিনে দিতে অসিকার করে এবং তাকে বেশি বকাঝকা করে এমনকি গায়ে হাত তুলতেও যায়, কিশোর হৃদয় দেব (১৮) বাবার বেশি কথা শুনে কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশে বাগানে যেয়ে গলায় ফাস দ্বেয়, কিশোর হৃদয় দেব (১৮) এর এক প্রতিবেশি বলে সে বাগানে বাঁশ কাটতে যেয়ে দ্যাখেন কিশোর হৃদয় গাছের সঙ্গে ঝুলছে, ততক্ষণে সে চিৎকার করে তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।


বিজ্ঞাপন

 

 

👁️ 9 News Views