ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য ৩০টি বিশেষ বাস

অন্যান্য অর্থনীতি এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতরে বাড়ি ফিরতে পোশাক শ্রমিকদের জন্য ৩০টি বিশেষ বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী সোমবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় এসব বাস অবস্থান করবে। ওই দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানায় ছুটির পর এসব বাসে করে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন শ্রমিকরা।


বিজ্ঞাপন

বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন ট্রাক) মো. মনিরুজ্জামান বলেন, ঈদের সময় গার্মেন্ট কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এবছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য।

তিনি আরো জানান, বিশেষ বাসগুলো আগামী ৩ জুন থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

এদিকে বিআরটিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদযাত্রার জন্য ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *