কেএমপি’র পুলিশের বিশেষ শাখা পরিদর্শন

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : রবিবার ৩০ মে, জেলা বিশেষ শাখা, খুলনা বাৎসরিক পরিদর্শন করেন মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।


বিজ্ঞাপন

এসময় তিনি জেলা বিশেষ শাখা, খুলনার কার্যক্রম এবং নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

ডিএসবি, খুলনার সেবা থেকে কেউ যেনো বঞ্চিত না হন বা হয়রানির শিকার না হন সে বিষয়ে পুলিশ সুপার, খুলনা কঠোর নির্দেশনা দেন এছাড়াও কর্মরত সকল সদস্যদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


বিজ্ঞাপন
👁️ 3 News Views