বিনোদন প্রতিবেদক : নায়িকা অপু বিশ্বাস কি আর্জেন্টিনার সমর্থক না ব্রাজিলের সমর্থক এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফিল্মি পাড়ার। ১ম পিকটি ২০০৬ সালের আর ২য় সিঙ্গেল পিকটি ২০১৮ সালের। একটাতে অপু আর্জেন্টিনার সমর্থক অন্যটিতে ব্রাজিল। কিছুদিন আগেও শাকিবের এরকম একটা বিষয় নিয়ে দারুণ আলোচনা হয়েছিলো।

২০০৬ এ শাকিবের ব্রাজিলের জার্সির পিকে ফটোশুট ও প্রিয় টিম হিসেবে ইন্টারভিউতে ব্রাজিলের কথা বলা সবই ঠিক ছিলো বিপত্তি বাদে মান্না, ফেরদৌস, শাবনূরের সাথে শাকিবের আর্জেন্টিনার জার্সি পরা পিকটা নিয়ে।
তাহলে কী ফটোশুট বা পিক দেখে কিছু বিষয় আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি? না অপু ডুয়েল সমর্থক?

ইন্টারভিউতে শাকিব এবং অপু দুই জনেই বলেছে তারা ব্রাজিলের সাপোর্টার।

তাহলে আর্জেন্টিনার জার্সির রহস্য কী?
👁️ 29 News Views
