আমরা আছি তোমাদের পাশে’ প্রত্যয়ে যোগাসন কর্মশালা পুনাকের

অপরাধ

বিশেষ প্রতিবেদক : রবিবার ৩ অক্টোবর বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা বলেছেন, যাপিত জীবন সুন্দর হয় নিজের ওপর বিশ্বাস, অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার মধ্য দিয়ে।


বিজ্ঞাপন

একটি গতিশীল রাষ্ট্রের প্রধান একক হলো পরিবার, যেখানে একজন সচেতন নাগরিক তৈরি হয়।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা সে স্থানটি দৃঢ় করবার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।


বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় পুনাক’র নতুন মাত্রার গতিশীল নেতৃত্ব “আমরা আছি তোমাদের পাশে”
প্রত্যয়ে মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ’ বিভাগ সৃষ্টি করেন।


বিজ্ঞাপন

এ বিভাগ “Discover yourself” প্রতিপাদ্যে আজ (৩ অক্টোবর) পুনাক কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনব্যাপী যোগাসন কমর্শালার আয়োজন করে।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুনাক’র সহ-সভানেত্রীগণ ও অন্যান্য সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকগণ পরিচালিত এ কর্মশালায় ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন ।

 

 

👁️ 4 News Views