আজকের দেশ রিপোর্ট : লায়ন্স ক্লাব অব ঢাকা চ্যাম্পিয়ানস অক্টোবর মাসের নিয়মিত সভা সফলভাবে আয়োজন করেছে।

বনানীর হোটেল সারিনায় এই বৈঠকে দেড় শতাধিক লায়ন্স সদস্য উপস্থিত ছিলেন।
অফিসিয়াল মিটিংয়ের আগে, সেখানে নতুন লায়ন্স সদস্যদের ওরিয়েন্টেশন, পরিচিতি, মেম্বারশিপ কিট বিতরণ এবং মজার সেশনের আয়োজন করা হয়েছিল।

লায়ন্স ক্লাবের মাসিক নিয়মিত সভায় যোগদানের জন্য লায়ন্স পরিবারের সকল লায়ন্স এবং লিওদের ধন্যবাদ।

পুরো অনুষ্ঠানের সাজসজ্জা ও পরিচালনায় সাহায্য ও সহযোগিতা করার জন্য আমরা রাজার পরিবারের সকল লিও নেতাদের কাছে কৃতজ্ঞ।
👁️ 18 News Views
