দেশ গড়ি প্রতিদিন,এ স্লোগান সামনে রেখে নড়াইলে আমান সিমেন্টের নির্মাণ শ্রমিকদের মত বিনিময়

Uncategorized অন্যান্য

মো:আজিজুল ইসলাম,নড়াইলঃ
দেশ গড়ি প্রতিদিন” এ স্লোগান সামনে রেখে নড়াইলে আমান সিমেন্টের আয়োজনে নির্মাণ মিস্ত্রীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় নড়াইলের কমিটিসেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আমান সিমেন্টের খুলনা & বরিশাল বিভাগের ম্যানেজার মিঠু শিকদার বলেন,আমান সিমেন্টকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে এক মাত্র নির্মাণ শ্রমিকরাই। আমরা চাচ্ছি এই শিল্পকে আপনা’রা আমরা সমন্বয় করে আমান সিমেন্টকে এগিয়ে নিতে। এই হোক আজকের মত বিনিময় সভা মূল উদ্দেশ্য। আমান সিমেন্টের নড়াইল সদরের ডিলার ও মেসার্স টুটুল ট্রেডার্স,একতা ট্রেডার্স,মুক্ত এন্টারপ্রাইজসহ মনিরুল ইসলাম টুটুল বলেন,বাজারে বিভিন্ন ব্যান্ডের সিমেন্ট রয়েছে,তার মধ্যে আমান সিমেন্টের গুনগত মান ভালো,এই অঞ্চলে সিমেন্টটি নতুন হলেও উত্তর অঞ্চলে ব্যাপক চাহিদা রয়েছে। তাই আপনা’রা এর গুনগত মান যাচাই বাচাই করবেন বলে আমি বিশ্বাস করি। আমান সিমেন্টের খুলনা জনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেহেদী মির্জা এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,আমান সিমেন্টের সেলস্ ম্যানেজার সাদেকুর রহমান এবং বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান। সম্মেলনে প্রজেক্টরের মাধ্যমে ডকুমেন্টারি প্রদর্শন করেন,আমান সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ,সম্মেলন শেষে নির্মাণ শিল্পীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন
👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *