অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : অফিসার্স ক্লাবের দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। কোষাধ্যক্ষ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।


বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর বেইলি রোডে ক্লাব প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে তা গণনা শুরু হয়। আর ফল ঘোষণা করা হয় শনিবার।

ভোটের মাধ্যমে তিনজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ১৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সম্পাদক ক্লাবের প্রশাসনিক প্রধান।


বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে রয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।


বিজ্ঞাপন

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম মোজাম্মেল হক, আনছার আলী খান ও এম খালিদ মাহমুদ।

যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অধ্যাপক ফেরদৌসী খান ও আজহারুল ইসলাম খান।

নির্বাচিত নির্বাচিত ১৪ সদস্য হলেন- ডা. মনিলাল আইচ লিটু, আমিনুল ইসলাম, তানিয়া খান, মুহাম্মদ সাকিব সাদাকাত, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, অধ্যাপক আশরাফুন্নেসা রোজী, সুরাইয়া পারভীন শেলী, আকতারুজ্জামান, এম এ মজিদ, জসীম উদ্দীন হায়দার, রথীন্দ্রনাথ দত্ত, মীর মনজুরুর রহমান ও জাকেরুল আবেদীন আপেল।

কমিশনের সদস্য হিসেবে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সচিব আব্দুল হান্নান।

অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে মন্ত্রিপরিষদসচিব দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। কমিটির ২২টি পদের বিপরীতে এবার ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *