কুমিল্লায় রথযাত্রা মহোৎসবের ৬ষ্ঠ দিনে হাজারো ভক্ত শ্রোতার সমাগম

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

তাপস চন্দ্র সরকার (কুমিল্লা) :  আজ বুধবার ২ জুলাই,  কুমিল্লা পাথুরিয়াপাড়াস্থ গুন্ডিচা মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার যৌথ আয়োজনে দুপুর ১২টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর ভোগ আরতি শেষে দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে হাজারো ভক্ত শ্রোতার সমাগম ঘটে।


বিজ্ঞাপন

এছাড়াও উল্টো রথযাত্রা মহোৎসব পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি কীর্তন শেষে সাড়ে ৭টায় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক শেষে আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ।

এদিকে, আগামি শুক্রবার (৪ জুলাই) উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে কুমিল্লা গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টায় হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা।


বিজ্ঞাপন

এরপর ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা।


বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা’র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।

👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *