প্রাইম ব্যাংক-এর পেরোল ব্যাংকিং সেবা নেবে ব্যান্ডো ইকো অ্যাপারেলস

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।


বিজ্ঞাপন

এই চুক্তির আওতায় ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন।

এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।


বিজ্ঞাপন

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: লুৎফর রহমান।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; এসইভিপি ও এরিয়া হেড অব করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান; ইভিপি ও টিম হেড অব করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং মো. কুদরাত -ই- খুদা; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড-এর পরিচালক জনাবা মৌসুমি ফেরদৌস, পরিচালক জনাব মো: সামসুল আলম, এবং সিইও জনাব মো: কাজী মনির উদ্দিন তারিম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

👁️ 37 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *