
নিজস্ব প্রতিবেদক : দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড বহুল প্রতীক্ষিত ‘প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর আয়োজন করেছে। আধুনিক নগরজীবনের সাথে সঙ্গতিপূর্ণ প্রিমিয়াম রিয়েল এস্টেট সল্যুশন ও বিনিয়োগের বিশেষ সুযোগ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৭ ফেব্রুয়ারি এই মেলা চলবে। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলা চলার সময় দর্শনার্থীরা ইউনিমাস হোল্ডিংসের প্রিমিয়াম আবাসিক প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন, যেখানে গুণগত নির্মাণশৈলী, কনটেম্পরারি ডিজাইন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূল্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলা উপলক্ষে ফেয়ার-এক্সক্লুসিভ অফার ও আকর্ষণীয় মূল্যছাড় থাকছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির প্রপার্টি বিশেষজ্ঞদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকছে এতে। মেলায় অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে ইউনিমাসের একজন প্রতিনিধি জানান, “দর্শনার্থীদের স্বপ্নের ঠিকানার আরও কাছাকাছি নিয়ে আসার মাধ্যমে তাদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের এই প্রপার্টি ফেয়ার ২০২৬-এর মূল লক্ষ্য। এখানে দর্শনার্থীরা আধুনিক সুবিধাসহ আমাদের প্রিমিয়াম ও অত্যাধুনিক প্রকল্পগুলো থেকে তাদের পছন্দের আবাসনটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

শুধু তাই নয়, আমাদের বিশেষায়িত শাখাগুলোর মাধ্যমে তারা প্রপার্টি ক্রয়ের প্রতিটি ধাপে নিরবচ্ছিন্ন সেবা পাবেন। যার মধ্যে রয়েছে ভবন নির্মাণ, ডিজাইন কনসালটেন্সি, ইন্টেরিয়র সল্যুশন, রেনোভেশন ও মডিফিকেশন, লিগ্যাল ও লজিস্টিক সাপোর্ট, রেন্টাল সার্ভিস, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং প্রপার্টি রিসেল সুবিধা। আমাদের উদ্দেশ্য কেবল প্রপার্টি হস্তান্তর করা নয়; বরং, হস্তান্তরের পরেও দীর্ঘসময় ধরে ক্রেতাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।”
প্রপার্টি ফেয়ার ২০২৬ আয়োজনের মাধ্যমে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড আভিজাত্য ও সহজলভ্যতার মধ্যে সেতুবন্ধন তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। মেলাটি একটি অনন্য মাধ্যম হিসেবে কাজ করবে, যেখানে ক্রেতারা ইউনিমাসের প্রতিটি প্রকল্পের স্থাপত্যশৈলী, দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব এবং আধুনিক জীবনযাত্রার অনন্য সুবিধাগুলো সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে পারবেন।
রিয়েল এস্টেটের পূর্নাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়ে আসা এই প্রপার্টি ফেয়ারের লক্ষ্য দর্শনার্থীদের জন্য সুচিন্তিত ও পরিকল্পিত আবাসন এবং স্মার্ট বিনিয়োগের সুযোগসহ মানসম্মত লাইফস্টাইলের ধারণা প্রদান করা।
