
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মোড় এসেছে। উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী রিয়াজ সরোয়ার মোল্লা। ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা সম্মেলন কক্ষে’ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তথ্যগত জটিলতার কারণে রিয়াজ সরোয়ার মোল্লার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। এরপর তিনি ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতের শরণাপন্ন হন। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত ৪২৫/২০২৬ নম্বর রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে আজ রিটার্নিং অফিসার তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আরিফ-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান এবং জেলা নির্বাচন অফিসার মো. ওলিউর ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিটার্নিং অফিসার আদালতের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াজ সরোয়ার মোল্লাকে নির্বাচনী লড়াইয়ে ফেরার আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেন।

বৈধতা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের রিয়াজ সরোয়ার মোল্লা বলেন, “আমি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আইনি লড়াইয়ে জয়ী হয়ে আজ আমি জনতার মাঝে ফিরেছি। যদি নির্বাচিত হতে পারি, তবে গোপালগঞ্জের নিরীহ মানুষকে সাম্প্রতিক সময়ের মামলা-হামলার হয়রানি থেকে মুক্তি দেব। এছাড়া জেলার উন্নয়নের ধারা বজায় রাখা এবং স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য।”

সাধারণ মানুষের অধিকার আদায়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রিয়াজ সরোয়ারের প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।
