পদ্মা সেতু চালু হলে এই অঞ্চল ঘিরে বিনিয়োগকারীরা নতুন নতুন শিল্প-কলকারখানা স্থাপনের উদ্যোগও নিচ্ছেন- ড.হাসান মাহমুদ

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ পদ্মা সেতু চালু হলে যোগাযোগ সুবিধার কারণে মোংলা বন্দরের ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়বে; ঠিক তেমনি এই অঞ্চল ঘিরে বিনিয়োগকারীরা নতুন নতুন শিল্প-কলকারখানা স্থাপনের উদ্যোগও নিচ্ছেন।

পদ্মা সেতু চালু হলে বাড়তি চাপ সামাল দিতে এরই মধ্যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এতে গোটা বাগেরহাট জেলায় অর্থনৈতিক কর্মচাঞ্চল্য তৈরি হবে।

পদ্মা সেতু হয়ে গেলে ঢাকা থেকে সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হবে মোংলা। যেমন- চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার দুরত্ব ২৬০ কিলোমিটার আর মোংলার দুরত্ব হবে ১৭০ কিলোমিটার।
প্রায় ১০০ কিলোমিটার কম হবে। এই সুবিধাটা মোংলা বন্দর পাবে। ফলে বন্দর ব্যবহারকারীদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। এরই মধ্যে অনেক আমদানি-রপ্তানিকারক বন্দর ব্যবহারে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।

তখন এই অঞ্চলটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘ইকোনমিক হাব’ হয়ে উঠবে। এই বন্দর দিয়ে কার্গো, কনটেইনার এবং গাড়ি আমদানি বেশি হবে।


বিজ্ঞাপন
👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *