৩০ গরুর মাথার অন্যরকম পিকনিক

অন্যান্য এইমাত্র খুলনা জীবন-যাপন সারাদেশ

নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলার মির্জাপুরে ১২ নং বিছালী ইউনিয়ন চেয়ারম্যান এসএম আনিসুল ইসলামের সৌজন্যে এক অভিনব পিকনিক হয়ে গেলো গত ১৩ সেপ্টেম্বর।
ইউনিয়নবাসীর জন্য পিকনিকের মূল আকর্ষণ ছিলো গরুর মাথার মাংসের মহাভোজ।
চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের আশপাশের এলাকা থেকে ৩০টি গরুর মাথা সংগ্রহ করা হয়। অভিনব এই গরুর মাথার পিকনিককে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিনব এই পিকনিকে বাংলদেশ আওয়ামী লীগের ১২ নং বিছালী ইউনিয়নের সভাপতি ও মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যাক্ষ আখতার হোসেন কিংকু, আখিদুল ইসলম, শেখ হাদিঊজ্জামান ঊজ্জল, সরদার নেসারত হোসেন, আমিরুল ইসলাম, খন্দকার মাকদুম বিল্লাহ, খন্দকার মাসুম বিল্লাহ, খান হুমায়ুন কবির পিকু, মুহিতুল আজাদ বাবু এবং আজকের দেশ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিনুর রহমান বাদশাহ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *