খুলনা ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাক নির্বাচন সম্পন্ন

Uncategorized অন্যান্য



মামুন মোল্ল্যা (খুলনা) ঃ গতকাল বৃহস্পতিবার ১০ নভেম্বর ব্যাপক উদ্দিপনার মধ্যে দিয় খুলনা ফুলতলা উপজেলা পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে বিজয়ী হয়েছেন শামীমা আক্তার রনি, তিনি পেয়েছেন (১১১) ভোট, এছাড়াও আলাল হোসেন( ৯২) ভোট শেখ ফরহাদ হোসেন( ৮৭) ভোট, ছালাম (৮৮) ভোট লেলিন( ৮৪) ভোট, কাজী রিপন (৭৭) ভোট, মহিউদ্দিন (৫৬) ভোট, প্যানেল মহিউদ্দিন (৬৩) ভোটে, নির্বাচিত হয়েছেন।

এখানে অভিভাবক প্রার্থীর সংখ্যা মোট (১৫) জন, ভোটার সংখ্যা মোট ১৮৭ জন। অভিভাবকদের প্রর্থীদের নাম যথাক্রমে, মুনশি আলাল হোসেন। শেখ ফরহাদ হোসেন। শেখ জামাল হোসেন। এস,এম মনিরুল ইসলাম। কাজী মহিউদ্দিন। কাজী রিপন হোসেন। আঃ ছালাম। কল্পনা বিশ্বাস। শামীমা আক্তার। শেখ আসলাম হোসেন। শেখ আঃ ছালাম। শেখ নাসির উদ্দিন। তাহেরা উদ্দিন। পারুল আক্তার। বক্তব্য রাখেন। ফুলতলা পায়গ্রাম কসবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মোঃ মোশাররফ হোসেন। এ্যাডঃ কাজী তারিক হাসান (মিন্টু), শেখ রবিউল ইসলাম ( মন্টু), বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন (আশু)

প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন কাজী মহিউদ্দিন। মনিরুল ইসলাম লেলিন। শেখ কামাল হোসেন। শেখ আঃ ছালাম। কল্পনা বিশ্বাস। শামীমা আক্তার( রনি)

আরও উপস্থিত ছিলেন
আনোয়ার হোসেন (বাবু) শেখ আমিনুল ইসলাম কাজী নাজিম
কাজী রিফাত,মেহেদী আলম রন্জু, শেখ মিরাজুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *