খোকার সম্মানে বৃহস্পতিবার ডিএসসিসির ছুটি ঘোষণা

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানাতে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী অফিস ছুটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ থাকবে।


বিজ্ঞাপন

২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে খোকা যে কার্যালয়ে বসতেন, সেই নগর ভবন এখন দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়।


বিজ্ঞাপন

খোকার লাশ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকাল ৩টার সময় নগর ভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র বিএনপি নেতা খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *