গণফোরামের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  আজ শনিবার  ৮ নভেম্বর, বিকেল ৪টায় পাবলিক হল শপিং কমপ্লেক্সে অবস্থিত গণফোরামের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান ও কেন্দ্রীয় নেতা শাহ মফিজ।

সংবাদ সম্মেলনে গণফোরামের গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সুব্রত ভট্টাচার্য সেতুকে আহ্বায়ক এবং এ. বুলবুলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।


বিজ্ঞাপন

এ সময় গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানি ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে প্রেসিডিয়াম সদস্য শাহ মফিজের নাম ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণফোরাম সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করে এসেছে। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, গণফোরাম মাঠে থেকে মানুষের অধিকার রক্ষায় কাজ করছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন নবঘোষিত জেলা আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য সেতু। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রেসিডিয়াম সদস্য শাহ মফিজ ও শাহ নুরুজ্জামান।

সংবাদ সম্মেলনে গণফোরামের জেলা আহ্বায়ক কমিটির সদস্যসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান গণফোরামের নেতৃবৃন্দ।

👁️ 141 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *